• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

প্রেমিকের সঙ্গে রান্নাঘরে যা করেছিলেন ঋতাভরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৪:৩২ পিএম
প্রেমিকের সঙ্গে রান্নাঘরে যা করেছিলেন ঋতাভরী

টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয় করেছেন বলিউডের সিনেমাও। এবার এই অভিনেত্রী নিজের সম্পর্কে বিস্ফোরক তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আরেক অভিনেত্রী নুসরাত জাহানের ‘ইশক উইথ নুসরাত’ টক-শোতে অতিথি হয়েছিলেন ঋতাভরী। সেখানে তিনি জানিয়েছেন, একসময় অন্য কারও রান্নাঘরে গিয়ে যৌন মিলনও করেছেন তিনি। পুরুষ প্রধান সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলতে রাখঢাক করেননি ঋতাভরী।

টলিউডে নুসরাত যেমন বিতর্কে থাকেন, ঋতাভরী ঠিক তেমনটা নয়। তবে তিনিও যে বরাবরই ঠোঁটকাটা, তা আর জানতে বাকি নেই কারও। নুসরতের টক শো-তে গিয়ে ঋতাভরী শেয়ার করে নিয়েছেন নিজের প্রথম ডেটের অভিজ্ঞতার কথা।

ঋতাভরী জানিয়েছেন, প্রথমবার যার সঙ্গে ডেট করেছিলেন তিনি, সেই ছেলেটার গা থেকে নাকি জুতোর গন্ধ বেরতো! আর সেই থেকে টানা ৬ মাস আর কাউকে ডেট করতে পারেননি ঋতাভরী। কথায় কথায় জানিয়েছেন, অন্য লোকের রান্নাঘরে ঢুকে সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন তিনি। প্রেম, যৌনতা নিয়ে তার যে কোনো ছুঁৎমার্গ নেই, এই আড্ডা থেকেই তা পরিষ্কার।

Link copied!