• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

প্রিয়াঙ্কাকে কটাক্ষ নয়, সারোগেসি নিয়ে মতামত প্রকাশ করেছি: তসলিমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৪:০১ পিএম
প্রিয়াঙ্কাকে কটাক্ষ নয়, সারোগেসি নিয়ে মতামত প্রকাশ করেছি: তসলিমা

কয়েকদিন আগে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সেই খবর শেয়ার করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিনের তোপের মুখে পড়েন প্রিয়াঙ্কা। তবে এবার তসলিমা দাবি করেছেন, তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে কটাক্ষ করেননি। কেবল সারোগেসি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) ফেসবুকে প্রিয়াঙ্কার একটি পুরনো টুইট তুলে ধরে তসলিমা লিখেছেন, ‘সারোগেসি নিয়ে যেই না নিজের মত প্রকাশ করেছি, অমনি পঙ্গপালের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়লো তারা, যারা মেয়েদের শরীরকে পণ্য ভেবে অভ্যস্ত। মেয়েদের অসহায়ত্বের সুযোগে কিনে বা ভাড়া নিয়ে তাদের যৌনাঙ্গ এবং জরায়ু দখল করতে, সে সবে হামলা করতে তারা দ্বিধা করে না। সারোগেসি নিয়ে বিতর্ক করো, কেন এটিকে সমর্থন করছো।’

তসলিমার মতে, যে সমাজ নিজেদের স্বার্থে যৌনকর্মকে জিইয়ে রাখতে চায়, সে সমাজই সারোগেসিকে টিকিয়ে রাখতে চাইবে। তার মন্তব্য, ‘কেন আমার যুক্তি মানছো না বলো। তারা যুক্তি খণ্ডন করবে না, তারা গালি দেবে। সবারই এক মত, একটি মেয়ের যদি খুব সন্তানের শখ, নিজে যেকোনো কারণেই হোক সন্তান জন্ম দিতে পারছে না, সে তো সারোগেসির মাধ্যমে শখ পূরণ করতে পারছে।’

কাউকে দেখলাম না সারোগেট নারীটির কথা ভাবতে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু টাকার জন্য সে কেন বাধ্য হচ্ছে ন’মাস সাত দিন অন্যের সন্তানকে গর্ভে বহন করতে, জন্ম দান করতে! তার যদি যথেষ্ট টাকা পয়সা থাকতো, তাহলে কী সে এই কাজটি করতো? না, করতো না। তাহলে কী কারণে সারোগেসির প্রশংসা করা হচ্ছে! যে সমাজ পতিতাবৃত্তি টিকিয়ে রাখতে চায়, সে সমাজ তো সারোগেসি টিকিয়ে রাখতে চাইবেই।’

Link copied!