মুক্তির প্রথম দিনে ছক্কা হাকালেও দ্বিতীয় দিনে চার মেরেছে ‘৮৩’ সিনেমাটি। তবে তৃতীয় দিনে ফের ছক্কা হাকানোর সম্ভাবনা রয়েছে। কারণ রোববার ভারতে সাপ্তাহিক ছুটির দিন। এদিন সিনেমাটির আয় ২০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। খবর ভারতীয় গণমাধ্যম কইমইয়ের।
গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রণবীর সিং-এর নতুন সিনেমা ‘৮৩’ মুক্তি পায়। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতের বক্স অফিসে সাড়ে ১৬ কোটি রুপি বা ১৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছে। প্রথম দিনে সিনেমাটি ঘরে তোলে ১৫ কোটি রুপি।
ভারতের সিনেমাহলগুলোতে বর্তমানে মার্ভেল-এর বহুল। প্রত্যাশিত সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলছে। সেদিক থেকে দেখতে গেলে ‘৮৩’ দ্বিতীয় দিনে ভালোই আয় করেছে। এ ছাড়া আজ রোববার দেশটির সাপ্তাহিক ছুটি, দর্শকেরা সিনেমাহলের দিকে ছুটবেন। তাই কেবল আজকের দিনেই সিনেমাটির ২০ কোটি রুপি আয়ের ঘর পেরোনোর প্রচুর সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত দুদিনে সর্বমোট ২৮ কোটি রুপি আয় করেছে স্পোর্টস-বায়োগ্রাফিক্যাল এ সিনেমাটি। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে। সে ঘটনা নিয়েই তৈরি করা হয়েছে সিনেমাটি। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন কপিলের স্ত্রী রোমির চরিত্রে।