বলিউডের মিষ্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান সবাইকে ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। ১৯৯০ সালে ভারতের কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। ইতিমধ্যে ছবিটি বক্স অফিসে ব্লক বাস্টার হিটের তকমা গাঁয়ে জড়িয়েছে।
সম্প্রতি দিল্লিতে এসএস রাজামৌলির আসন্ন ছবি ‘আরআরআর’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমির। সেখানেই তার কাছে কাশ্মীর ফাইলস সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সেখানেই তিনি বলেছেন, ‘‘প্রত্যেক ভারতীয়র কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখা উচিত। কারণ এটি একটি দুঃখজনক ঘটনার উপর ভিত্তি করে তৈরি।’’
দ্য কাশ্মীর ফাইল দেখেছেন কিনা জানতে চাইলে আমির বলেন,‘‘আমি এখনো সুযোগ পাইনি ছবিটি দেখার। তবে অবশ্যই ছবিটি দেখব। এটি আমাদের ইতিহাসের একটি অংশ যা হৃদয়বিদারক। কাশ্মীরি পণ্ডিতদের সাথে যা ঘটেছিল তা দুঃখজনক।’’
তিনি আরও যোগ করেছেন,“এই ছবিটি মানবতায় বিশ্বাসী সকল মানুষের আবেগকে স্পর্শ করেছে। ছবিটি সফল হয়েছে দেখে আমি খুব খুশি।’’
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশী, পুনীত ইসার এবং মৃণাল কুলকার্নি । নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর দাবি ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো।