পুলওয়ামা হামলার পর থেকে বলিউড প্রায় বয়কট করে দিয়েছে পাকিস্তানি শিল্পীদের। ফলে পাক গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীসহ সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত মানুষরা ভারতে কোনো কাজ করতে পারছেন না। অথচ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলার ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই। এবার ভারতে পাকিস্তানি গায়ক-গায়িকাদের কর্ম প্রসঙ্গে মুখ খুললেন অরিজিৎ সিং।
করোনা অতিমারির কারণে প্রায় দুই বছর পর স্টেজ শো করলেন অরিজিৎ। গেল ১৯ নভেম্বর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়ামে ছিল অরিজিতের অনুষ্ঠান। স্টেডিয়ামটি আবুধাবিতে অবস্থিত।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, অরিজিতের অনুষ্ঠানের টিকিট রেকর্ড বিক্রি হয়েছে। এদিন তার গান শুনতে ভারতীয় দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানি দর্শকরাও। সেই অনুষ্ঠানে গিটার হাতে গান গাইতে গাইতে অরিজিতের কণ্ঠে হঠাৎই শোনা গেল পাক গায়ক আতিফ আসলামের ‘পেহেলি নজর’ গানটি।
গানের মাঝেই অরিজিৎ বলেন, “তার একটি প্রশ্ন আছে এবং সেটি অত্যন্ত বিতর্কিত একটি প্রশ্ন। তবে তিনি কাউকে পাত্তা দেন না। তাই এই প্রশ্ন তিনি করবেন।”
এরপর অরিজিৎ জানান, তিনি সংবাদ দেখেন না। কিন্তু এখনও পাকিস্তানি শিল্পীদের গান ভারতে বন্ধ আছে কি না জানতে চান তিনি! কারণ তিনি জানেন, মাঝে এমনটা ঘটেছিল। আতিফ আসলাম তার প্রিয় শিল্পী বলেই এই প্রশ্ন করেছিলেন তিনি। এমনকি তার প্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন শাফকাত আমানত আলি।
অরিজিতের প্রশ্নে উপস্থিত দর্শকদের মধ্যে শোরগোল পড়ে যায়। কারণ, প্রকৃতপক্ষে আন্তর্জাতিক মঞ্চে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে ইঙ্গিত করে এই প্রশ্ন করেছিলেন অরিজিৎ। কিন্তু তিনি শোরগোল শোনার পরেও জানান, তার কিছু যায়-আসে না।
এদিকে অরিজিতের এই মন্তব্য নিয়ে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে। নেটিজেনদের অধিকাংশের মত, অরিজিৎ আন্তর্জাতিক মঞ্চ থেকে সুদৃঢ় বার্তা দিয়েছেন।
পুলওয়ামা হামলার পর পাক শিল্পীদের সঙ্গে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলিউড। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থা ও মিউজিক কোম্পানিগুলিকে চিঠি দিয়ে সচেতন করা হয়। এরপর টি-সিরিজ থেকে বাদ দেওয়ার হয় আতিফ আসলামের গান। গত তিন বছর ধরে বলিউডে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে কোনো আইনি জটিলতা সৃষ্টি করা হয়নি।