• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পদ্মভূষণ পুরস্কার পেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১১:১৩ পিএম
পদ্মভূষণ পুরস্কার পেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে ভারতের সর্বোচ্চ নাগরিকের সম্মাননা নিয়েছে দেশটির সরকার। হিন্দুস্তান টাইমস জানায়, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মঙ্গলবার ঘোষণা করা হয় পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের নাম।

এবার পুরস্কার পেয়েছেন তিন বাঙালি। পশ্চিমবঙ্গ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এই সম্মাননা পান। যদিও বুদ্ধদেব এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এরই মধ্যে।

এছাড়াও বাঙালি সঙ্গীতশিল্পী রাশিদ খানকেও এই পুরস্কার দেওয়া হবে। তবে উত্তরপ্রদেশ থেকে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

সত্তরের দশকে টালিউডে অভিনয় শুরু করেন ভিক্টর। কাজ করেছেন ভারতীয়, বাংলাদেশী ও বহু বিদেশের সিনেমায়। সত্যজিৎ রায়ের পরিচালনাতে অভিনয় করেও প্রশংসা ব্যাপক কুড়ান তিনি।  বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেন তিনি।

এর আগে একমাত্র ভারতীয় হিসেবে তিনটি বিভাগে জাতীয় পুরষ্কার পেয়েছেন বিরল সম্মান পেয়েছেন ভিক্টর।।

সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছাড়াও বিখ্যাত সব সিনেমায় সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন তিনি। শিল্পকলায় তার অবদানের জন্য এবা দেওয়া হল পদ্মভূষণ পুরস্কার।

Link copied!