• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নাট্যকার মামুনুর রশীদের সফল অস্ত্রোপচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:৫২ পিএম
নাট্যকার মামুনুর রশীদের সফল অস্ত্রোপচার

নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদের লিভারে সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংকক হসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামুনুর রশীদ গত ১১ ফেব্রুয়ারি গুরুতর পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রখ্যাত লিভার সার্জন ডা. সমসিতের অধীনে গত ১৪ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়।

ব্যাংকক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রকার জটিলতা ছাড়াই অত্যন্ত সফলভাবে তার লিভারে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পরিপূর্ণ সুস্থতার পথে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

এদিকে জনপ্রিয় এই নাট্যকারকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন থাইল্যান্ডে বাংলদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই। এ সময় ব্যাংকক হসপিটালে কর্মরত ডা. শক্তি রঞ্জন পাল সেখানে উপস্থিত ছিলেন।

Link copied!