• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নতুন বছরে সু-খবর দিলেন কাজল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০১:২৮ পিএম
নতুন বছরে সু-খবর দিলেন কাজল 

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল তার স্বামী গৌতম কিচলুর সাথে তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছেন। কয়েক মাস ধরে কানাঘুষা চলছিল এই অভিনেত্রী মা হতে চলছেন। তবে কাজল কখনো তা অস্বীকার বা নিশ্চিত করেননি। এবার নববর্ষ উপলক্ষে খুশির খবর নিশ্চিত করেছেন গৌতম। 

নববর্ষের প্রথম দিনেই ইনস্টাগ্রামে কাজলের সাথে একটি ছবি ভাগ করে নেন গৌতম। আর সেখানে একটি ‘প্রেগন্যান্ট ইমোজি’ দিয়েছেন। তখন থেকেই ভক্তরা শুভেচ্ছা জানাতে থাকেন এই  দম্পতিকে। 

এদিকে বছরের শেষ দিনে, কাজল গৌতমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে তার ছোট্ট বেবি বাম্প দেখা যাচ্ছিল। ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন, ‘পুরনোকে পেছনে ফেলে নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। শুভ নববর্ষ সবাইকে। নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।’ 

কাজল ও গৌতম ২০২০ সালের অক্টোবরে মুম্বাইয়ে বিয়ে করেন। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তাদের বিয়েতে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
 

Link copied!