দ্য ব্যাটম্যানের জ্বরে ভুগছে গোটা বিশ্ব। ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যানকে নিয়ে ম্যাট রিভসের গল্প বলার নতুনত্ব আর রবার্ট প্যাটিনসনের অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার।
ইতিমধ্যে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ মিলিয়ন ডলার। কমিকবুকডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি যুক্তরাষ্ট্রে ২৫৮ মিলিয়ন ডলার আয় করেছে। আর আন্তর্জাতিক বাজারে আয়ে ছাড়িয়েছে ২৪৭ মিলিয়নের বেশি।
২০১৯ সালে জোয়াকিন ফিনিক্স অভিনীত জোকার সিনেমার পর ‘দ্য ব্যাটম্যান’ ওয়ার্নার ব্রোস প্রযোজিত সবচেয়ে ব্যবসায় সফল সিনেমা।
‘দ্যা ব্যাটম্যানে’ অভিনয় করেছেন জো ক্রাভিটজ, জেফরি রাইট, পল ড্যানোসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলারের।
এক বিবৃতিতে ওয়ার্নার ব্রোস পিকচার্সের চেয়ারম্যান টবি এমমেরিচ বলেছেন,‘‘সারা বিশ্বের মানুষ থিয়েটারে ব্যাটম্যান উপভোগ করছে। আমরা বেশ রোমাঞ্চ অনুভব করছি। ম্যাট রিভস একটি অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমরা এই সাফল্য সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’’