ফের অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। তামিল পরিচালক অ্যাটলি কুমারের হিন্দি সিনেমার কেন্দ্রিয় চরিত্র তিনি। জানা গেছে, এই ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।
আগামী সেপ্টেম্বরেই শুরু সিনেমার শুটিং। আপাতত প্রথম দফায় ১০ দিনের ডেট ঠিক করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা।
এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে। জানিয়ে রাখা ভালো, ‘পাঠান’ ছবির শুটিংয়ের সুবাদে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুর দিকে স্পেনে উড়ে যাবেন শাহরুখ-দীপিকা। সম্প্রতি, ইউরোপ থেকে এই ছবিরই এক দফা শুটিং সেরে ফিরেছেন তারা।
স্পেনে যাওয়ার আগে যেহেতু হাতে বেশ খানিকটা সময় থাকছে তাই ‘বাদশাহ’ চেয়েছিলেন ওই সময়ের মধ্যে যতটা সম্ভব অ্যাটলির এই ছবির কাজ এগিয়ে রাখা যায়। সেই অনুযায়ী আপাতত ১০ দিনের শুটিং শিডিউল ঠিক করা হয়েছে। পুণে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে এই ছবির শুটিং।