• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দেড় যুগ আগের ‌‘মা’ বিজ্ঞাপনের গল্প বললেন ফারুকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০২:৩৯ পিএম
দেড় যুগ আগের ‌‘মা’ বিজ্ঞাপনের গল্প বললেন ফারুকী

দেশের আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নাটক দিয়ে ক্যারিয়ার শুরুর করে সিনেমায় নাম কুড়িয়েছেন। একই সঙ্গে বিজ্ঞাপন চিত্রেও দারুণ সফল তিনি। প্রায় দেড় যুগ আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘মা’ নামের একটি বিজ্ঞাপন চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২২ মার্চ) সেই বিজ্ঞাপনচিত্র নির্মাণের পেছনের গল্প তুলে ধরেছেন এই গুণী নির্মাতা। 

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন,‘এটা শিওরলি আমাকে মেমোরি লেনে নিয়ে গেল। ২০০৪/৫! আমরা ছিলাম ইয়াং। আমরা ছিলাম কেয়ারলেস। ব্যর্থতার চিন্তা আমাদেরকে স্পর্শ করতো না। ব্যর্থ হইলেই বা কি, সফল হইলেই বা কি। আমরা একটা ঘোরের মধ্যে কাজটা করছি। জাহাজ চলছে, আর চলছে আমাদের চিন্তার মেশিনও। আমাদের ছিল না কোনো স্টোরিবোর্ড, ছিলো না কোনো আগাম প্ল্যান। নদী দিয়ে যেতে যেতে একটা সুন্দর পাড় আসল, চঞ্চল ভাই এখানে দাঁড়ান, আর এইটা ভাবেন।’

তিনি আরও লিখেছেন,‘একটা সুন্দর রোদ পড়লো, চঞ্চল ভাই, এখানে বসেন আর ভাবেন, যেই আপনি একটা সকাল মাকে না দেখে থাকতে পারতেন না, সেই আপনি কি করে মেনে নিলেন মায়ের সাথে এই শত মাইলের দূরত্ব। বৃষ্টি পড়ছে? ফাহমি, সুজন, রনি গিটার নিয়া এখানে বইসা গান গা।’

বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ের পর ডাবিংয়ের গল্পও শেয়ার করেছেন ফারুকি। তিনি লিখেছেন, ‘চঞ্চল ভাই আসছে ভয়েস ওভার দিতে। বাচ্চু ভাইকে বললাম, “চঞ্চল ভাই কি গানটা গাইতে পারে? উনি কিন্তু ভালো গায়। আমার “তালপাতার সেপাই”-তে দুইটা ভালো গান গাইছে”! মায়েস্ত্রো বললেন, “হোয়াই নট? চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করলে তো আমাদের জেল জরিমানা হবে না, নাকি বদ্দা?” তারপর চেষ্টা করতে গিয়ে আমরা চেষ্টাটাকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।’

সেই সময়ের স্মৃতি মনে করে বেশ আপ্লুতই ফারুকী। তিনি লিখেছেন, ‘এই পুরা জার্নিটা ছিল গেরিলা ফিল্মমেকিং এট ইটস ক্রেজি বেস্ট! এটা হইল গেম চেন্জিং টিভিসি “গ্রামীণ ফোনে”র “মা” বানানোর পিছনের ইতিহাস। প্রায় দেড় যুগ হয়ে গেল! টাইম ডাজ রান ফাস্ট!’

Link copied!