• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশাংসায় ভাসছে ‘পরাণ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ১২:৩৬ পিএম
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশাংসায় ভাসছে ‘পরাণ’

বাংলা সিনেমায় এখন সাফল্যের সুবাতাস। দর্শকেরা আবার ফিরেছে হলে। এই সুখবর এনেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। দেশের প্রেক্ষাগৃহে এখনও থামেনি ‘পরাণ’ ঝড়। এবার দেশের গণ্ডি পেরিয়ে ‘পরাণ’-এর দেখা মিলছে বিদেশে।

শুক্রবার(১২ আগস্ট) ছবিটি চলবে দেশের ৩৩টি প্রেক্ষাগৃহে। দেশ ছাড়িয়ে বিদেশেও দারুণ প্রশংসিত সিনেমাটি।  

শুরুটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ১২ আগস্ট দেশটির বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এটি। সেখানে সিনেমার আগাম টিকিট বিক্রির ঢেউ উঠেছে। ছবিটির অন্যতম প্রযোজক ইয়াসির আরাফাত জানান, এরই মধ্যে প্রিমিয়ারসহ ১৭টি শোয়ের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে অস্ট্রেলিয়ায়!

দেশটির হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে ‘পরাণ’ প্রিমিয়ার হচ্ছে ১২ আগস্ট। এই শোয়ের সব টিকিট এরমধ্যে বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, “গত ৩ আগস্ট আমাদের ওয়েব সাইটে ছবিটি মুক্তির খবর দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই প্রিমিয়ারের সব টিকিট শেষ!”

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের লাইভ টেকনোলজির অন্যতম পরিচালক ইয়াসির আরাফাত জানান, ১৪ আগস্ট থেকে সিডনি ও মেলবোর্ন, পার্থ, ডাব্বু ও ক্যানবেরার ১৩টি প্রেক্ষাগৃহে ৩২টি শো হবে ছবিটির। এরমধ্যে ১৬টি শোয়ের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন: লুঙ্গি পরেই পরিবারসহ ‘পরাণ’ দেখলেন সেই দর্শক

পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস সূত্রে জানা গেছে, নতুন সপ্তাহে অস্ট্রেলিয়ার ডারউইন, তাসমানিয়াতে ‘পরাণ’-এর শোয়ের ঘোষণা দেওয়া হবে। এরপর আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে ছবিটির চারটি শোয়ের প্রস্তুতি চলছে। কানাডা ও মালয়েশিয়াতেও ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ত্রিভুজ প্রেম নিয়ে বড় পর্দায় ‘পরাণ’

দেশের বাইরে ছবিটি মুক্তির বিষয়ে অন্যতম প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, “দেশের পর অস্ট্রেলিয়া থেকেও অবিশ্বাস্য সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রেও মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তির কথাবার্তা চলছে। উল্লেখযোগ্য বিষয়, ছবিটির জন্য পাকিস্তান আর চীন থেকেও আগ্রহ পেয়েছি বিভিন্ন পরিবেশকের পক্ষ থেকে।”

আরও পড়ুন: সবার ‘পরাণ’ কেড়েছে রাজ

জানা গেছে, বিদেশে বাংলাদেশী ছবির অন্যতম বড় স্থান যুক্তরাষ্ট্রে ছবিটি শিগগিরই মুক্তি দিচ্ছে বায়স্কোপ ফিল্মস। সেখানে চলতি মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

‘পরাণ’ রায়হান রাফীর তৃতীয় চলচ্চিত্র। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোশান। আরও আছেন রাশেদ অপু, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।
 

Link copied!