• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২০০ কোটির ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘পুষ্পা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০১:০৬ পিএম
২০০ কোটির ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘পুষ্পা’

করোনার নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানি উপেক্ষা করে ‘পুষ্পা’ দেখতে সিনেমা হলে লম্বা লাইন দিচ্ছে ভারতীয় দর্শক। বলা যায়, ‘পুষ্পা’ জোয়ারে ভাসছে দেশটির দর্শক। আর সে কারণে বক্স অফিসে রীতিমতো সুনামি চালাচ্ছে সিনেমাটি। প্রথম দুই দিনেই প্রবেশ করেছে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। তৃতীয় দিনে সেটা পৌঁছেছে ১৮০ কোটি রুপিতে।

বলিউড বক্স অফিসের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সিনেমাটি ভারতবর্ষ থেকে আয় করেছেন ৫১ কোটি রুপি। এটাই ভারতের কোনো সিনেমার ২০২১ সালের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। প্রথম দিনের আয়ে ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ’কেও ছাড়িয়ে গেছে পুষ্পা। ওই সিনেমার ফার্স্ট ডে কালেকশন ছিল ২৫ কোটি রুপি।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া পাচ্ছে ‘পুষ্পা’। যুক্তরাষ্ট্র থেকে দুই দিনে ১৩ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। অস্ট্রেলিয়াতে আয় প্রায় ১ কোটি। তৃতীয় দিন শেষে সিনেমাটি ব্যবসা করেছে ১৮০ কোটি রুপি। এ থেকে বোঝা যায়, ২০০ কোটির ক্লাবে ঢুকতে খুব বেশি সময় নেবে না সিনেমাটি।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি ১৭ ডিসেম্বর মুক্তি পায়। সিনেমার গল্পটি লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

Link copied!