• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

দুই পাগল একসঙ্গে থাকব : পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০১:২২ পিএম
দুই পাগল একসঙ্গে থাকব : পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। সব সময় প্রদীপের আলোয় থাকতে পছন্দ করেন তিনি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে আচমকাই আবারও নিজের বিয়ের খবর দেন পরীমনি। তার বর্তমান স্বামীর নাম শরিফুল রাজ।

জীবনসঙ্গী হিসেবে রাজ কেমন, জানতে চাইলে রাজকে ‘পাগল’ বলে সম্বোধন করেন পরীমনি। তিনি বললেন, “তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম, আমরা দুজনই ‘পাগল’। দুজনই ভাবলাম, আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত। তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।”

পরীমনি জানান, গুনিন-এর শুটিং করতে গিয়ে অন্য এক রাজকে আবিষ্কার করেন তিনি। এরপর তাদের প্রেম গড়ায় প্রণয়ে।”

পরীমনি বলেন, “গত বছরের ১৭ অক্টোবর আমরা বিয়ে করেছি। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিই। প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের।”

নিজের মা হওয়ার খবরও জানিয়েছেন পরীমনি। মা হওয়ার খবরে আনন্দে ভাসছেন পরীমনি। তিনি বলেন, “আমি আনন্দে হাওয়ায় ভাসছি। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সন্তানের হার্টবিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না।”

পরীমনি আরও বলেন, “আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। সুষ্ঠুভাবে সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে চাই।”

Link copied!