• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

তারেক মাসুদের জন্মদিনে নেই কোনো আয়োজন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০১:৪৩ পিএম
তারেক মাসুদের জন্মদিনে নেই কোনো আয়োজন

সিনেমার ফেরিওয়ালা তারেক মাসুদের ৬৫তম জন্মদিন আজ (৬ ডিসেম্বর)। ১৯৫৬ সালের আজকের দিনে ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত এই নির্মাতা।

বাংলাদেশের বিকল্পধারার সিনেমার পথকৃৎ বলা হয় তাকে। তারেক মাসুদ তার চলচ্চিত্রে, মুক্তিযুদ্ধ, ইতিহাস, নারী, কুসংস্কার, গোঁড়ামী, অসঙ্গতি, জঙ্গী, সব ছাপিয়ে জাতীয়তাবোধের কথা, চরিত্রে চরিত্রে, ফ্রেমে ফ্রেমে ফুটিয়ে তুলেছেন।  

ছাত্রাবস্থাতেই সিনেমা পোকা মাথায় চেপে বসে। ফিল্ম আর্কাইভ থেকে একটি কোর্স শেষ করেই হাত দেন প্রামাণ্য চিত্র নির্মাণে। আদম সুরত! বিখ্যাত চিত্রকর এস এম সুলতানকে ঘিরে করা। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এ কাজটি করতে লেগেছিল সাত বছর। এরপর থেকে তিনি বেশ কিছু ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। বলা যায়, বাংলার প্রথম অ্যানিমেশন সিনেমা ‘ঐক্যতান’। মার্ক্সীয় প্রভাব দেখা যায় তারেকের কাজে।

স্বাধীনতা যুদ্ধের সময় ভ্রাম্যমান গানের দলকে কেন্দ্র করে ১৯৯৬ সালে তারেক মাসুদ নির্মাণ করেন ‘মুক্তির গান’। ১৯৭১ সালে মার্কিন নির্মাতা লেয়ার লেভিনের ক্যামেরাবন্দি ফুটেজের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংরক্ষণাগার থেকে নেওয়া ফুটেজ জুড়ে দিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়। প্রামাণ্যচিত্রটির জন্য তিনি ১৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করেন।

ঢালিউডের প্রথম, যার কোন দ্বিতীয় বা তৃতীয় নেই সেই সিনেমার নাম ‘মাটির ময়না’। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিই প্রথম বাংলাদেশি সিনেমা বিদেশী ভাষার অস্কারে পাঠানো হয়। এই সিনেমা দিয়ে কান উৎসবে বাংলা সিনেমা প্রদর্শনের মর্যাদা পায়। 

‘রানওয়ে’র আগে ‘অর্ন্তযাত্রা’ নির্মাণ করলেও রানওয়ে সব ছাপিয়ে দর্শকের মনযোগ ঘটায় বেশি। উগ্রজঙ্গীবাদকে পুঁজি করে নির্মিত সিনেমাটি। ধর্মের লেবাসে থাকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাস্তব চিত্রের সমাহার ঘটানো এক সিনেমা। 

২০১১ সালে ১৩ আগস্ট স্বপ্নের ‘কাগজের ফুল’ সিনেমা নির্মাণের জন্যে লোকেশন খুঁজতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান।

এদিকে মৃত্যুর পর প্রায় প্রতিবারই তারেক মাসুদকে নিয়ে নানা আয়োজন হয়ে থাকলেও এবার তা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে তারেক মাসুদ ফাউন্ডেশন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে আলোকচিত্রী আনোয়ার হোসেনের মৃত্যুতে তারেক মাসুদের জন্মদিন আয়োজন বাতিল করা হয়েছিল।

Link copied!