• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তামিল ছবিতে সালমান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:৪৮ পিএম
তামিল ছবিতে সালমান খান

বলিউডের ‘ভাইজান’ প্রথমবারের মতো তামিল চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এ ছবির জন্য তিনি কোন পারিশ্রমিক নিবেন না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন।

রোববার (২০ মার্চ) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, এই ছবির জন্য এক সপ্তাহ একসঙ্গে শুটিং করবেন সালমান ও চিরঞ্জীবী। ছবির নাম, ‘গডফাদার’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শুটিং। এরপরই চিরঞ্জীবী টুইট করে স্বাগত জানিয়েছেন সালমানকে।

টুইটারে চিরঞ্জীবী লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সালমান। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরাও আনন্দ পাবেন।’

বলিউডে এক ছবির জন্য সালমান পারিশ্রমিক নেন ১০০ কোটি টাকা। তবে এই ছবির জন্য তিনি এক টাকাও পারিশ্রমিক নেবেন না। বিনামূল্যে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন ‘ভাইজান’।

ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার খাতিরে সালমান কোনও টাকা নিতে রাজি হননি।

Link copied!