• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে হারলেন নিপুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৬:৫৭ এএম
জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে হারলেন নিপুণ

মিশা সওদাগরকে হারিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

আলোচিত এই নির্বাচনের মধ্যে দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা-জায়েদ খানের যুগলবন্দীর অবসান হলো। সমিতির শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলে দুই প্রার্থী।

এবারের অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে তিনি জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু ১৩ ভোটের ব্যবধানে তিনি জায়েদ খানের কাছে হেরে গেছেন। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।   

শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। 

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। 

এছাড়া সহসভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুদ পারভেজ রুবেল (১৯১), সহসাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক (২১২) জয়ী হয়েছেন।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে অভিনয়শিল্পী ডা. এজাজের ভোটের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হওয়ার কথা ছিল বিকেল ৫টা ১২ মিনিটে। কিন্তু সেটা শেষ হয় সন্ধ্যা ছয়টার পর। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন।

Link copied!