• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জায়েদ খানকে বয়কট ১৮ সংগঠনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৭:৪৮ পিএম
জায়েদ খানকে বয়কট ১৮ সংগঠনের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে নাটক যেন শেষ হচ্ছে না। শনিবার (০৫ মার্চ ) জরুরি এক বৈঠক শেষে জায়েদ খানকে বয়কট ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। 

সংবাদ প্রকাশকে সোহানুর রহমান সোহান বলেন,‘‘জায়েদকে অনেক আগেই বয়কট করার পরিকল্পনা ছিলো। এবার তা আনুষ্ঠানিকভাবে বয়কট ঘোষণা করা হলো। তার সঙ্গে এখন চলচ্চিত্রের প্রযোজক, পরিচালকবৃন্দ কাজ করবেন না।’’ 

চলচ্চিত্রের ১৮ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেয়া হয়নি। বিষয়টি চলচ্চিত্র ও এফডিসির মানুষদের জন্য অপমান ও লজ্জাজনক। চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়। তাই জরুরি বৈঠকে শনিবার (০৫ মার্চ ) জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্র পরিবার।

এরআগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। ফলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান বহাল থাকেন।

গত বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Link copied!