• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জানুয়ারিতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৪‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১২:১৯ পিএম
জানুয়ারিতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৪‍‍’

দর্শক মন্ডলে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তৃতীয় সিজনের পর এবার নাটকটির চতুর্থ সিজনও আসছে। জানুয়ারি থেকেই নাটকটির নতুন সিজন প্রচারে আসবে বলে জানিয়েছেন নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান। 

সম্প্রতি নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভির কর্ণধার ধ্রুব গুহ জানান, দর্শকরা অনেকদিন ধরেই নাটকটির নতুন সিজন দাবি করে আসছেন। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই সিজন-৪ নির্মাণ করা হয়েছে।

ধ্রুব গুহ বলেন, "সব ঠিক থাকলে জানুয়ারিতেই দর্শকরা নাটকটির চতুর্থ সিজন দেখতে পারবেন।"

গত ১৭ অক্টোবর নিজের ফেসবুকে ‘৪’ লিখে নাটকটির 'সিজন ফোর' আসার ইঙ্গিত দিয়েছিলেন নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের অভিনেতা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই নিজেদের ফেসবুকে নতুন সিজন আসার জানান দেন।

চলতি বছর গত ১৩ এপ্রিল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন শেষ হয়। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, মারজুক রাসেল, চাষী আলমসহ একাধিক তারকা। নাটকের প্রতিটি চরিত্রই পেয়েছে জনপ্রিয়তা। কাবিলা, কাবিলার প্রেমিকা চরিত্র রোকেয়া, হাবু ভাই, পাশা ভাই চরিত্র দর্শক প্রিয়তা পেয়েছে।

Link copied!