• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

চলে গেলেন গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৮:৫০ এএম
চলে গেলেন গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী

ভারতীয় গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। প্রখ্যাত এই শিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারতের আনন্দবাজার জানায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ওএসএ)’ আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পী লাহিড়ী। চিকিৎসা শেষে সোমবারই বাড়ি ফেরেন। কিন্তু মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক চিকিৎসক তাকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই মৃত্যু হয় তার।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পী লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি— দুজনেই সঙ্গীত জগতের মানুষ ছিলেন। বাপ্পি লাহিড়ী রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়েছিলেন।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছর বয়সে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয় ভারতের আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের।

Link copied!