• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চলে গেলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১১:৫০ এএম
চলে গেলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

ভারতের প্রখ্যাত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা না ফেরার দেশে চলে গেলেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কলকাতার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন এই গুণী মানুষ। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভীষ্ম। এরপর করোনা থেকে সেরে উঠলেও ভুগছিলেন নানাবিধ শারীরিক জটিলতায়। তারই চিকিৎসা চলছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। 
নানাবিধ প্রতিভায় অধিকারী ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা। অভিনয়ের পাশাপাশি অসাধারণ গায়ক ছিলেন। ভালো পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন আর ক্রিকেট খেলতে ভালোবাসেন।
অভিনয়ে তাঁর হাতেখড়ি হয় নাটকের মঞ্চে। সেখানেই পরিচালক তপন সিংহের নজর কাড়েন। তাঁর পরিচালনাতেই ‘রাজা’ ছবিতে অভিনয় করেন।
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় ছিলেন ভীষ্ম গুহঠাকুরতার মামা। সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের ছবিতেও অভিনয় করেছিলেন ভীষ্ম ।
তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’।” 

Link copied!