কবিতা লিখেই নাম কামিয়েছেন শ্রীজাত। বলা যেতে পারে, মুগ্ধতার আরেক নাম শ্রীজাতের কবিতা। তবে আবার কবিতার জগৎ থেকে সিনেমার জগতে আসতে চলেছেন তিনি। পরিচালনা করতে চলেছেন সিনেমা। এর আগে যদিও সিনেমার চিত্রনাট্য লিখতেন দুই বাংলার জনপ্রিয় এই কবি। তবে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘মানবজমিন’ নামে একটি সিনেমা পরিচালনা করবেন তিনি। এটি প্রযোজনা করবেন রানা সরকার।
শ্রীজাত মনে করেন, কবিতা, গান মানুষকে অনেক কিছু বলে। কিন্তু ছবি তার থেকেও বেশি দাগ কেটে যায় মানুষের মনে। তার অনেক কথা জমে আছে। যা বলে যাওয়া খুব দরকার। সেই ভাবনা থেকেই তৈরি হবে ছবি। তবে প্রথমে তার ওপর অনেকেই ভরসা করেননি। ভরসা রেখেছেন বন্ধু রানা সরকার।
এই ছবিতে কারা অভিনয় করবেন, গল্পের প্লটই বা কি—সেসব কিছু জানা যায়নি। শ্রীজাত চান একটু অন্য ধরনের ছবি বানাতে। ভালোবাসা আর রসিকতা যদি মিলে যায় তবে সে ছবি মনে দাগ কাটবেই। অনেকটা তপন সিনহার ঘরানায় পুরনো স্বাদ ফিরিয়ে আনতে চান শ্রীজাত।