• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

গ্রেপ্তারের অভিযোগ মিথ্যা বললেন সোনাক্ষী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০২:৩৯ পিএম
গ্রেপ্তারের অভিযোগ মিথ্যা বললেন সোনাক্ষী

কয়েকদিন আগে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার খবর প্রকাশিত হয় কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ৩৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তখন। সেই খবর অস্বীকার করে গ্রেপ্তার হওয়ার অভিযোগ ভুয়া বলেছেন সোনাক্ষী। তার দাবি একটি চক্র তার সম্মানহানীর চেষ্টা করছে।


 
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল,‘দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সোনাক্ষীর। অনুষ্ঠানের তারিখ নির্ধারণ হয়েছিল ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর। যার পারিশ্রমিক হিসেবে বলিউডের এই অভিনেত্রীকে অগ্রিম দেওয়া হয়েছিল ৩৭ লাখ রুপি। পরে সেই অনুষ্ঠানে যাননি এই অভিনেত্রী। টাকাও ফেরত দেননি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে আয়োজক কমিটি মামলা করে। পরে আদালত সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।’

 

এই অভিযোগে সোনাক্ষীর বক্তব্য, ‘বাতাসে গুজব ছড়িয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু কোন সংবাদমাধ্যমই এই তথ্য যাচাই করে দেখেনি। একটি গোষ্ঠী আমার সম্মানহানীর চেষ্টা করছে। আমি সকল সংবাদকর্মীদের বলতে চাই, আপনারা মিথ্যা তথ্য ছড়াবেন না। ওই ব্যক্তি প্রচার পওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বলছে।’

নিজের বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা নেই দাবি ‘দাবাং’গার্ল সোনাক্ষীর। তিনি বলেছেন, ‘আমি আপনাদের বলতে চাই আমার বিরুদ্ধে কোন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা নেই। আমি বাড়ীতেই আছি।’

Link copied!