• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের মুখে দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৭:০৫ পিএম
গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের মুখে দেব

এটি কোন সিনেমার গল্প নয়। বাস্তবেই গরু পাচারকারীদের সঙ্গে টালিউড নায়ক দেবের সম্পৃক্ততা খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

আনন্দবাজার জানায়, তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছে সিবিআই। বুধবার এই মর্মে একটি নোটিসও পাঠানো হয় তাকে।

তবে দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা এখনও স্পষ্ট নয়। সিবিআইয়ের নোটিসেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

আগামী ১৫ ফেব্রুয়ারি সকালে দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের কর্মকর্তা ও ইনস্পেক্টদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

এছাড়াও একই মামলায় রাজ্যের এক মন্ত্রী ও আইনজীবীকেও তলব করা হয়েছে। মামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি বা ব্যখ্যা দেননি দেব।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে গরু পাচারের সঙ্গে জড়িতদের জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের সাক্ষ্যতেই অভিনেতা ও সাংসদ দেবের নাম উঠে এসেছে।

এর আগে তদন্তকারীরা জানান, গরু পাচারের প্রাপ্ত অর্থ বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তি কাজ করছে। তবে জানুয়ারির শেষ সপ্তাহে মামলার মূল অভিযুক্ত এনামুল হককে জামিন দেয় সুপ্রিম কোর্ট।

Link copied!