• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খোলস থেকে বের হয়ে কাজে ফিরলেন মৌসুমী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২২, ১২:২৯ পিএম
খোলস থেকে বের হয়ে কাজে ফিরলেন মৌসুমী

মৌসুমী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। একসময় এই নায়িকার নাম শুনলেই তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমার কথা মাথায় ঘুরলেও এখন মনে পড়ে কিছুদিন আগের ঘটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ওমর সানী, জায়েদ খান ও মৌসুমী।

সেই ঘটনার পর মৌসুমী লিখেছিলেন, “লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে, সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।”

যদিও সেই শামুকের খোলস থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন মৌসুমী। ৯ জুন এফডিসিতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। যে সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সানী-মৌসুমী ও জায়েদ খান। সিনেমায় মৌসুমী-জায়েদ খানকে দেবর-ভাবির রসায়নে দেখা যাবে।

ডাবিংয়ে ফিরে মৌসুমী বলেন, “অনেক দিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবনঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।”

জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় কাজ করতে গিয়েই মৌসুমীর সোনার সংসারে ঝড় ওঠে। এই ঝড়ের দায় অনেকেই জাহিদ হোসেনকে দিয়েছেন। তিনি সোনার চর ছবিতে ইচ্ছাকৃতভাবে মৌসুমী ও জায়েদ খানকে একত্র করেছেন বলে অনেকের অভিযোগ।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে জাহিদ হোসেন বলেন, “এ ক্ষেত্রে আসলে আমার কোনো দায় নেই। আমার সব সিনেমায় মৌসুমী থাকেন। এ সিনেমায়ও আছে।”

ছবির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, “আমার লোকেশনে তাদের মধ্যে শুটিং ছাড়া আলাদাভাবে খোশগল্প করার সুযোগ ছিল না। যদি তাদের মধ্যে কোনো অন্তরঙ্গতা তৈরি হয়ে থাকে, সেটা হয়েছে শিল্পী সমিতির নির্বাচনের সময়। কিন্তু মৌসুমী সেই ধারার মেয়ে নয়। মৌসুমীর সমস্যা অন্যত্র।”

‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী, যিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় জায়েদ খান মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। জায়েদ খান ও নবাগত স্নিগ্ধার চারটি গান বাদে সিনেমার পুরো কাজ শেষ। শিগগির বাকি থাকা গানগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

Link copied!