• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্যাটের রান্না করা হালুয়া সেরা, জানালেন ভিকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০১:০৬ পিএম
ক্যাটের রান্না করা হালুয়া সেরা, জানালেন ভিকি

সদ্য বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর এবার স্বামী ভিকি কৌশলের জন্য রান্নাও করেছেন এই অভিনেত্রী। এ যেন সুখের সংসারের এক ঝলক দেখালেন ক্যাটরিনা।

রাজস্থানে রাজকীয় বিয়ে করে মুম্বাই ফিরেছেন নবদম্পতি। মুম্বাইয়ে শুরু করেছেন নিজেদের সংসার। ভিকির জন্য তাই নিজে হাতে রান্নাও করছেন ক্যাটরিনা। সেই রান্নার ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে হালুয়ার ছবি শেয়ার করেছেন। এই ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখলেন, “নিজের হাতে বানিয়েছি।” হালুয়া খেয়ে ভিকি কিন্তু জানান, ক্যাটরিনার হাতে বানানো হালুয়া একেবারেই সেরা!

সালমান, রণবীরের সঙ্গে প্রেম করলেও সেসব ভুলে ভিকিকে বিয়ে করেছেন ক্যাটরিনা। তবে পর্দায় এই জুটি বলিউডে একটিও সিনেমায় অভিনয় করেননি। পর্দায় না হলেও বাস্তব জীবনের জুটি বেঁধে নিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইতোমধ্যে বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। তবে শুরুতে একটি স্বাস্থ্যবিষয়ক পণ্যের বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন ভিক্যাট।

Link copied!