• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কিয়ানু ফিরছেন ‘জন উইক’ নিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৬:৩৩ পিএম
কিয়ানু ফিরছেন ‘জন উইক’ নিয়ে

জনপ্রিয় হলিউড ফ্রাঞ্চাইজি সিনেমা ‘জন উইকে’র চতুর্থ কিস্তির শুটিং চলছে। এই পর্বেও মারমার কাটকাট অ্যাকশন নিয়ে প্রধান চরিত্রে অভিনয় করছেন কিয়ানু রিভস। নিউ ইয়র্কে জমাট তুষারের ভেতর চতুর্থ কিস্তির জন্য শুটিং চলছে।
ডেইলি মেইল ইউকের প্রতিবেদন অনুযায়ী, বরফের মধ্যে ফুরফুরে মেজাজে কিয়ানু জন উইক সিনেমার শুটিং করছেন। পরিচিত ভঙ্গিতে কালো শ্যুট পরা অবস্থায় ক্যামেরার সামনে তিনি। 
জনি উইকের চতুর্থ পর্ব নির্মাণ করছেন চাদ স্ট্যাহেলস্কি। চারটি ভিন্ন জায়গায় এই ছবিটির চিত্র ধারণ করা হচ্ছে। জায়গাগুলো হলো বার্লিন, প্যারিস, নিউইয়র্ক এবং জাপান। ২০২১ সালের ২১ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা থকলেও করোনার কারণে তা পিছিয়ে গেছে। আশা করা হচ্ছে ২০২৩ সালের ২৪ মে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।
এই ছবিতে কিয়ানুকে একজন হিটম্যান হিসেবে দেখা যায়। আন্ডারওয়ার্ল্ডের কোনো সংস্থার হয়ে খুনোখুনি করতো অর্থের বিনিময়ে। তবে ভেতরে একটা নরম সত্ত্বা ঠিকই বজায় ছিল তার। ভালোবাসার মানুষটির টানে একসময় তাই সে ছেড়ে চলে আসে অন্ধকার সেই জগৎ।

Link copied!