• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টলিউডে ঐতিহাসিক সিনেমায় জয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০২:১২ পিএম
টলিউডে ঐতিহাসিক সিনেমায় জয়া

ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় অভিনয় করতে চলেছেন জয়া আহসান। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করছেন টলিউড পরিচালক সৌকর্য ঘোষাল। ছবির নাম ‘কালান্তর–বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। যৌথভাবে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালকের স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র।

ছবির গল্প প্রসঙ্গে সৌকর্য ভারতীয় গণমাধ্যমকে বলেন, “১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করব ছবিতে। তার বছর কয়েক আগে সিআইডি তৈরি হয়েছে। ইংরেজরা এই সংস্থার মাধ্যমে ভীষণভাবে স্পাইয়িং করত। বিপ্লবীরাও তখন পাল্টা গুপ্তচরবৃত্তি শুরু করে। এই কাজে বহু আনসাং হিরো জীবনের ঝুঁকি নিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ে এবং জীবন দেয়।”

তিনি আরও বলেন, “চার্লস টেগার্ট ছিলেন তখন গোয়েন্দা প্রধান, একদিকে তিনি এবং অন্যদিকে বাঘাযতীন ও যুগান্তর দলের অরবিন্দ ঘোষসহ অন্যান্য বিপ্লবীরা। তাদের এই ত্যাগ ও বীরত্বের কারণে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ আটকে যায়। এর পরবর্তীতে ভাইসরয় বদলে যায়, দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।”

এই ছবিতে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জয়া। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির শুটিং শুরু হবে চলতি মাসের ১৮ তারিখ থেকে। শুটিং হবে মূলত কলকাতায় এবং ঝাড়খণ্ডে। এর আগে জয়া এই সৌকর্যের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ ছবিতে অভিনয় করেছেন।

Link copied!