• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানে ইতিহাস লিখল পাকিস্তানের জয়ল্যান্ড


পার্থ সনজয়
প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৮:৫৩ এএম
কানে ইতিহাস লিখল পাকিস্তানের জয়ল্যান্ড

অবশেষে বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে গৌরবের মুহূর্ত আঁকল পাকিস্তানের চলচ্চিত্র ‘জয়ল্যান্ড’। ইতিহাসে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রোগার্দ’ বিভাগে অংশ নিয়ে সাইম সাদিকের ছবিটি জিতে নিল জুরি প্রাইজ।

শুক্রবার (২৭ মে) এই বিভাগের পুরস্কার বিতরণী সন্ধ্যায় সেরা ছবি নির্বাচিত হয়েছে ফরাসি সিনেমা ‘দ্য ওয়র্স্ট ওয়ান’।

দেবুসি থিয়েটারে শুক্রবারের সন্ধ্যায় ইতিহাস লিখল পাকিস্তানের লিঙ্গবৈষম্যের ট্যাবু নিয়ে তৈরি ছবি জয়ল্যান্ড। উৎসবে দারুণ প্রশংসিত ছবিটির স্বীকৃতিতে আপ্লুত পরিচালক সাইম সাদিক। পুরস্কার হাতে নিয়ে এই পরিচালক প্রাপ্তিটা উৎসর্গ করলেন ‘জয়ল্যান্ড টিম’কে।

আঁ সার্তে রোগার্দ বিভাগে ২০টি ছবির লড়াইয়ে সেরা ছবি ফরাসি দুই নির্মাতা লিজে একোকা ও রোমান গুরের ‘দ্য ওয়র্স্ট ওয়ান’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মেট্রোনম ছবির জন্য আলেক্সান্দ্রু বেল্ক। সেরা অভিনেতা হয়েছেন যৌথভাবে ক্রোসাজে ছবির জন্য ভিকি ক্রিয়েপস ও হারকা ছবির জন্য আরকা বেসা। সেরা চিত্রনাট্য জিতে নিয়েছে মাহা হাজের ‘ম্যাদিতারিয়ান ফিভার’। ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ফরাসি ছবি রোদিও।

Link copied!