বিশ্বেজুড়েই করোনা পরিস্থিতি নিয়ে স্থবিরতা বিরাজ করছে। নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে সংক্রমণ প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে তিন শতাধিক।
এবার এর প্রভাব এসে পড়েছে ভারতের দুটি বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড এবং টালিউডেও।
গত কয়েকদিন আগে বলিউডের বেশ কজন তারকার করোনায় আক্রান্ত্রের খবর জানা যায়।
এবার কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি ‘টালিউড’ তারকাদেরও কোভিডে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
একনজরে করোনায় আক্রান্ত টালিউড তারকাদের বর্তমান অবস্থা :
১. দেব- রুক্মিণী: টলিউড তারকা রুক্মিণীর জ্বর আসায় বুধবার সকালে করোনা পরীক্ষা করান নায়ক দেব। আর সন্ধ্যাতেই তাদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।
২. মিমি চত্রবর্তী: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনা পজেটিভ হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকদিন ধরেই বাড়ীতে জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা করতেই করোনা হওয়ার প্রমাণ পাওয়া যায়। বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন তিনি।
৩. রাজ-শুভশ্রী: এদিকে করোনায় আক্রান্ত হয়ে টুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভর্শ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তারা। তাদের শরীরে করোনার মৃদ্যু উপসর্গ রয়েছে।
৪. পরবব্রত চট্টোপাধ্যায়: এদিকে রুটিন পরীক্ষা করাতে গিয়ে করোনা পজেটিভ রেজাল্ট পেয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত। তিনি লেখেন, মুম্বাইয়ে থাকাকালীন মৃদু উপসর্গ ছিল। পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ কলকাতায় ফিরে আসি।
এর আগে গত ২ জানুয়ারির মধ্যে আর কোনো উপসর্গ ছিল না, কিন্তু একটি রুটিন টেস্ট করিয়েছিলাম তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিন দিন পর আবার পরীক্ষা করব।