• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

করোনার কারণে স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১২:৫১ পিএম
করোনার কারণে স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ড 

বিশ্বের মিউজিকের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরনের ওমিক্রনের কারণে এই আসর অনুষ্ঠিত হচ্ছে না বলে ঘোষণা করেছে আয়োজক কমিটি। 

এবারের আসরটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

অবশ্য আয়োজক কমিটি খুব শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে। তারা জানিয়েছে, সংগীতাঙ্গনের সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। পরে সুবিধাজনক সময়ে অনুষ্ঠানের একটি ভালো তারিখ ঘোষণা করব। 

জ্যাজ কী-বোর্ডিস্ট জন ব্যাটিস্টের এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পেয়েছেন। একই সঙ্গে মনোনয়নের তালিকায় রয়েছেন অলিভিয়া রডরিগো, লিল নাস এক্স, বিলি ইলিশ, জাস্টিন বিবার এবং দোজা ক্যাটদের মতো তারকারা। 

একটি যৌথ বিবৃতিতে রেকর্ডিং একাডেমি এবং গ্র্যামি অ্যাওয়ার্ডস টেলিভিশন পার্টনার সিবিএস জানায়, আমরা করোনা পরিস্থিতি নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং মিউজিশিয়ানদের নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ওমিক্রন পরিস্থিতির খারাপের দিকে যাওয়ার কারণে আমরা ৩১ জানুয়ারির আসরটি স্থগিত ঘোষণা করছি। মিউজিকের সবচেয়ে বড় রাতটি কবে হবে সেটা খুব শিগগির আমরা জানিয়ে দেব। 

দ্য ডেইলি শোর উপস্থাপক ট্রেভর নোহের এই বছরও গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করার কথা ছিল।

প্রতিবছর সঙ্গীতে অসাধারণ কৃতিত্বের জন্য আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করে। ১৯৫৮ সালে থেকে শুরু হওয়া গ্র্যামি আমেরিকার সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার।
 

Link copied!