গুনে গুনে পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। আলিয়া ভাট ও রণবীর সিংয়ের জুটিকে সঙ্গে নিয়ে নতুন ছবি বানাচ্ছেন তিনি, নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
বলি তারকাদের পাশাপাশি টলি তারকাদেরও চাঁদের হাট বসতে চলেছে এই ছবিতে। তবে পরিচালকের ছবিতে অভিনয় করার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ছবির চরিত্রটি পছন্দ না হওয়ার কারণে অভিনয়ে রাজি হননি পরমব্রত। তার ভাষ্য, “যে কোনো ছবির চরিত্র ছোট হলেও তাতে কিছু মাত্রা যোগ করা প্রয়োজন বলে আমি মনে করি। তাই এই ছবিটি আমি করতে পারছি না। কারণ আমাকে যে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আসলে সেটিতে অভিনয়ের খুব একটা সুযোগ নেই। তবে আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য করণ জোহরকে ধন্যবাদ।”