• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কবজি ডুবিয়ে খেতে ঢাকায় আসছেন মীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৭:৩৩ পিএম
কবজি ডুবিয়ে খেতে ঢাকায় আসছেন মীর

মীরাক্কেলখ্যাত জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী শুক্রবার (২৫ মার্চ) ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি  এই ঘোষণা দিয়েছেন।

স্ট্রিট ফুড নিয়ে করা অনুষ্ঠান ‘ফুডকা’ প্রচারিত হয় তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। অনুষ্ঠানটিতে বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাতের খাবারের রিভিউ দেন মীর। এতদিন কলকাতার খাবার নিয়ে রিভিউ দিলেও, এবার বাংলাদেশী খাবার নিয়ে নতুন এপিসোড তৈরি করবেন তারা। সে উদ্দ্যেশ্যেই মীর ও ফুডকা আসছে ঢাকায়।

বাংলাদেশের আতিথিয়েতায় বরাবরই মুগ্ধ মীর। ভিডিও বার্তায় মীর বলেছেন, ‘যে কয়বার বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। সব বারই আমি মুগ্ধ হয়েছি। যে পরিমাণে ভালোবাসা, আদর পেয়েছি, তা আর অন্য কোথাও পাইনি।’

এরইমধ্যে বাংলাদেশে আসার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন মীর। এমনকি গুছিয়ে ফেলেছেন লাগেজ। লাইভ ভিডিওতে সেই প্রস্তুতির চিত্রও দেখিয়েছেন ভক্তদের।

ঢাকা ছাড়াও বাংলাদেশেও আরও বেশ কিছু শহরের খাবার চেখে দেখবেন মীর ও তার দল। তবে কোন কোন শহরে যাবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মীরের ঢাকায় আসার বিষয়ে সংবাদ প্রকাশ থেকে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।

Link copied!