• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

কন্যাকে সময় দিতে সিনেমা ছাড়ছেন প্রিয়াঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৫:৪১ পিএম
কন্যাকে সময় দিতে সিনেমা ছাড়ছেন প্রিয়াঙ্কা

সদ্যই সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন কন্যাকে বেশি সময় দিতে ফারহান-রীতেশের আগামী ছবি ‘জি লে জরা’ ছাড়তে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

তিন বন্ধুকে নিয়ে নির্মিত তুমুল জনপ্রিয় ‌‌‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো করে তিন বন্ধবীকে নিয়ে সিনেমা করতে চাইছিলেন ফারহান। এই ছবির নাম ঠিক করা হয়েছিল ‘জি লে জরা’। বলিউডরে তিন তারকা আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ এবং প্রিয়াঙ্কা যুক্ত হয়ে ছিলেন এই ছবির সঙ্গে। 

ভারতীয় মিডিয়ার খবর,  এরই মধ্যে ফারহান ও রীতেশকে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে আরেকটি সূত্রের খবর, প্রিয়াঙ্কা নয়, এ ছবিতে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক জুটিই। তাদের আশঙ্কা, এ বার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে শুটিংয়ে হয়তো ঠিক মতো সময় দিতে পারবেন না ‘প্রিয়াঙ্কা’। তাই তাকে বাদ দিয়ে অন্য কোনও অভিনেত্রীকে ‘জি লে জরা’-তে নেওয়ার কথা ভাবছেন ফারহান-রীতেশ।

Link copied!