• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২২, ০৮:২৫ এএম
ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

চিত্রনায়ক ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।

শুক্রবার (১১ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের কারণে জায়েদ খানেও ওপর অসন্তুষ্ট ছিলেন ওমর সানী। বিষয়টি ডিপজলকেও জানিয়েছিলেন সানী। ডিপজল বলেছিলেন, “থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।”

কিন্তু ডিপজলের এমন সমাধানে সন্তুষ্ট হতে পারেননি ওমর সানী। ডিপজলের ছেলে বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মারেন তিনি।

এ সময় জায়েদ খানকে উদ্দেশ করে ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে ডিস্টার্ব করবি না। অসম্মান করে কথা বলবি না।” সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দেন।

ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, “ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে। এইটুকুই।”

Link copied!