• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার কানের দেশে দেখা যাবে ‘শান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০১:০৭ পিএম
এবার কানের দেশে দেখা যাবে ‘শান’

এ বছর ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’।  ‘সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মনে সাড়া ফেলে। এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিসে গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে সিনেমার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্ণধার রাব্বানী খান বলেন, “আমরা আপাতত প্যারিস শহরতলির দুটি থিয়েটারে শান মুক্তি দিচ্ছি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে।দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তী সময়ে শো আরও বাড়ানো হবে।”

ফ্রান্সে সিনেমাটির মুক্তি নিশ্চিত করে পরিচালক এম রাহিম বলেন, “ঈদে দর্শক টেনেছে সিনেমাটি। আমরা চাই প্রবাসী বাংলাদেশিরাও ‍‍‘শান‍‍’ দেখার সুযোগ পাক। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই।”

সিনেমার কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি বলেন, “শানের মতো পুলিশ অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে ‘শান’ নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের সাড়া পেয়েছি, এটা আমাদের পরবর্তী সিনেমা নির্মাণে আগ্রহী করেছে।এবার সিনেমাটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য দারুণ সুখবর।”

বিদেশে মুক্তি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, “‘শান’ সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাইবোনেরা সিনেমাটি দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান করব।” 

সিয়াম-পূজা ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকে।

 

Link copied!