• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইভানের গ্রামের বাড়িতে ডাকাতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:৪৯ পিএম
ইভানের গ্রামের বাড়িতে ডাকাতি

অভিনেতা ইভান সাইরের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সুদিদখালীতে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সোমবার দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ফেসবুকে ইভান লিখেছেন, “আমার দেশের বাড়িতে আমাদের ঘরে মধ্যরাতে ভয়ংকর ডাকাতি হয়েছে। আল্লাহ এই বিপদে সাহায্য করবেন নিশ্চয়ই। সবার কাছে দোয়া চাইছি। প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা চাইছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারছি না। আর মানুষজন ভালো আছেন আলহামদুলিল্লাহ।”

জানা যায়, ডাকাতদল ইভানের বাড়ির সব কটি আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল তছনছ করে। বাসার সব কটি তালা ভেঙে জিনিসপত্র এলোমেলো করে স্বর্ণালংকারসহ নগদ টাকা, ল্যাপটপ নিয়ে গেছে। পরে আশপাশের বাড়ির মানুষজন ঘটনা টের পেয়ে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

ইভান জানান, ঘটনার সময়  ইভান সাইরের বাবা-মা ঢাকায় ছিলেন। দেশের বাড়িতে একজন বিশ্বস্ত প্রতিনিধি বাড়ির খেয়াল রাখছিলেন। মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো মানুষের ক্ষতি হয়নি।

এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ইভান সাইর। এ প্রসঙ্গে তিনি বললেন, “ইদানীং আমাদের ওই এলাকায় এই রকম ডাকাতির উৎপাত অনেক বেড়ে গেছে। পুলিশ এবং প্রশাসনের সঠিক এবং আন্তরিক দৃষ্টি না পড়লে সামনে আরও বড় ক্ষতির আশঙ্কা করছি। সবার কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।”

Link copied!