• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নো ল্যান্ডস ম্যান

ইংরেজি সংলাপে অসুবিধায় পড়েছিলেন নওয়াজউদ্দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:০০ পিএম
ইংরেজি সংলাপে অসুবিধায় পড়েছিলেন নওয়াজউদ্দিন

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিউইয়র্ক ও সিডনিতে ছবির শুটিং হয়েছে। দক্ষিণ এশিয়ার এক পুরুষের পরিচয় সংকট নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনি।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে আন্তর্জাতিক এক গণমাধ্যমে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি বলেন, “আমার চরিত্রটি নিজেকে প্রশ্ন করতে থাকে সে কোথা থেকে এসেছে। একটি একটি সাধারণ প্রশ্ন যা যে কারো মনেই উঠতে পারে। ছবির বিষয়বস্তুর সাথে বর্তমান সময়ের সম্পৃক্ততা আছে। ছবির জন্য কোনো প্রস্তুতি নেইনি, যা করতে হয়েছে তা হলো চরিত্রের মানুষটিকে অনুভব করা।”

তিনি জানিয়েছেন, ছবিতে অভিনয়ের সময় ইংরেজিতে সংলাপ বলতে অসুবিধা হচ্ছিল। পরিচালকের সহযোগিতায় পরে সামলে নেন। নওয়াজউদ্দিনের কথায়, “প্রথমদিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছে। তবে মোস্তফা আমাকে সাহায্য করেছেন পুরো সময়টা জুড়ে। চরিত্রের ছন্দ বুঝে যাওয়ার পরে আর সমস্যা হয়নি।”

নওয়াজউদ্দিন সিদ্দিকি আরও বলেন, “কোনো গল্প যদি সাধারণ হয়, তাহলে সেখানে চমক ও মোড় থাকতে হয়। জটিল গল্পকে সহজ করে বলা উচিত। একারণেই আমাদের মনে হয়েছে ছবির বিষয়বস্তু বলতে হবে হাস্যরসের মাধ্যমে যেন দর্শক উপভোগ করতে পারে এবং স্বাদ গ্রহণ করতে পারে।”

এদিকে, ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসরে ‘কিম জিসেওক’ পুরস্কারের জন্য ‘লো ল্যান্ডস ম্যান’সহ দক্ষিণ এশিয়ার মোট সাতটি সিনেমা মনোনীত করা হয়েছে। তার মাঝে আছে অপর্না সেনের ‘দ্য রেপিস্ট’। এই ছবির জন্যও নওয়াজ প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সময় না মেলায় কাজের সুযোগ মেলেনি তার।

Link copied!