• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

আসছে ‘বজরঙ্গী ভাইজান-টু’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১২:০০ পিএম
আসছে ‘বজরঙ্গী ভাইজান-টু’

ভক্তরা অনেকদিন ধরেই ‘বজরঙ্গী ভাইজানের’ সিক্যুয়াল পর্দায় দেখার আবদার জানিয়েছিলেন। মাস খানেক আগে বলিউড সুপারস্টার সালমান খানও ‘বজরঙ্গী ভাইজান’ ফের পর্দায় আনার ইঙ্গিত দিয়েছিলেন। এবার সিনেমাটির পরিচালক কবির খানও অফিসিয়ালি বজরঙ্গী ভাইজানের দ্বিতীয় পর্ব আসার সুখবর দিলেন। 

কবির খানের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বজরঙ্গী ভাইজানের সিক্যুয়ালটির চিত্রনাট্য এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ লিখেছেন এবং সিনেমাটির নাম হবে ‘পবন পুত্রর ভাইজান’। 

salman khan

কবি খান বলেন, “আমি এখনও চিত্রনাট্য পড়িনি। তবে আমার মনে হয় কে ভি বিজয়েন্দ্র প্রসাদ সব সময়ের মত দারুণ একটি গল্প তৈরি করেছেন। আমি এই ছবির সিক্যুয়াল বানাতে চাইনি, কারণ প্রথম ছবিটি সফল ছিলো। আমি ছবিটি আবার বানাব যদি একটি দুর্দান্ত গল্প খুঁজে পাই।”

সালমান খান বর্তমানে ‘টাইগার-থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। যা ২০২২ সালের ডিসেম্বরে পর্দায় আসবে বলে আশা করা যাচ্ছে। খানের হাতে আরও রয়েছে তামিল অভিনেত্রী পূজা হেগড়ে-এর সঙ্গে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘কিক-টু’। এছাড়াও সালমানকে তার প্রিয় বন্ধু শাহরুখ খানের ‘পাঠান’ এবং আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
 

Link copied!