• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

আমার স্বামী নির্দোষ, বললেন শিল্পা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৫:১৮ পিএম
আমার স্বামী নির্দোষ, বললেন শিল্পা

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কাণ্ড নিয়ে রীতিমতো ঝড় বইছে বলিউডে। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠায় গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।

মুম্বাইয়ের পুলিশ কমিশনার ভারতীয় গণমাধ্যমকে বলেন, “অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।”

তবে স্বামীর প্রতি পুলিশের এই অভিযোগ বিশ্বাস করতে পারছেন না শিল্পা শেঠি। রাজ কুন্দ্রা পর্নো ভিডিও তৈরির সঙ্গে যুক্ত নন বলে তিনি জানান। শিল্পাকে শুক্রবার এ ব্যাপারে জেরা করে মুম্বাই পুলিশ। নিজেদের বাড়িতেই এদিন পুলিশের প্রশ্নের জবাব দেন অভিনেত্রী শিল্পা।

পুলিশকে শিল্পা জানান, হট শটস ভিডিও অ্যাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই অ্যাপে কি কনটেন্ট রয়েছে সে ব্যাপারেও কিছু জানেন না তিনি।

এদিকে রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মুম্বাইয়ের আদালত। তবে গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রা। তার আইনজীবী বলছেন, যেসব ভিডিওর জেরে রাজকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো পর্ণো নয় এবং ব্রিটিশ একটি কোম্পানির জন্য তিনি সেগুলো বানিয়েছিলেন। 

Link copied!