১৪ ডিসেম্বর মঙ্গলবার, বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
দিনটিকে স্মরণ করে বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সংবাদ প্রকাশ-কে বলেন, ‘আমজাদ ভাই আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং আজীবন সদস্য। শুধু তা-ই নয়, তিনি দেশের অন্যতম চলচ্চিত্রকার। চলচ্চিত্রের প্রায় প্রতিটা ক্ষেত্রে তিনি নিজের অবস্থান দেখিয়েছেন, যে কারণে আমরা সমিতির পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সবাই দোয়া রাখবেন যেখানেই থাকুন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আজ বাদ আসর পরিচালক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’
১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।
এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান আমজাদ হোসেন। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ সিনেমার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারপর ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।