আবারও মাইলস ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির ভোকলিস্ট শাফিন আহমেদ।
শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিষয়টি জানান এই গায়ক।
ভিডিওর ক্যাপশনে শাফিন লেখেন, ‘দীর্ঘদিনের অন্যায় ও ভুল কার্যক্রমের প্রেক্ষিতে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
ভিডিও বার্তায় শাফিন আহমেদ বলেন, “মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে, মাইলসের বর্তমান লাইনআপের সাথে আমার পক্ষে মিউজিকের কোনও কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি-আমি এই লাইনআপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকব।”
জনপ্রিয় এই গায়ক আরও বলেন, “সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমার একটা প্রত্যাশা থাকবে, মাইলস নামটার যেন অপব্যবহার না হয়। আমরা যদি একসাথে কাজ না করতে পারি, তাহলে মাইলসের যে কার্যক্রম, তা এখনই স্থগিত করা উচিত। এবং এটাই আমি মনে করি বেস্ট ডিসিশন।”
এর আগে ২০১০ ও ২০১৭ সালে দুইবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান শাফিন। পরে আবার ফিরেও আসেন।