সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। প্রকাশিত ফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন চিত্রনায়িকা নিপুণ।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে জানিয়েছেন, নিপুণের আপিলের পর আমরা আবারও ভোট গণনা করেছি। কিন্তু ফলাফল অপরিবর্তিত রয়েছে।
আপিল বোর্ডের চেয়ারম্যান বলেন, “নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।”
এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট, অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নিপুনের ২৬টি ভোট বাতিল হয়েছে।
এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। এবার নির্বাচনে অংশ নিয়েছে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।
এছাড়া মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।