• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

আজ মিমের বিয়ে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৮:৫৮ এএম
আজ মিমের বিয়ে

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিয়ের পিঁড়িতে বসছেন আজ (৪ জানুয়ারি)। মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মরীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মিমের হবু স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

mim

গত বছর সনির সঙ্গে বাগদান সম্পন্ন হয় মিমের। 

জানা গেছে, এক বান্ধবীর মাধ্যমে ৬ বছর আগে সনি ও মিমের পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেম। 

এ বছর ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা।

Link copied!