• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবি আহ্বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১২:১৭ পিএম
অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ অস্কার একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে বাংলাদেশ অস্কার কমিটি। জমাকৃত সিনেমাগুলোর মধ্যে সেরা ছবিটি অস্কারে বিদেশি ভাষার প্রতিযোগিতায় লড়বে। 

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপর এটি চূড়ান্ত বাছাই করে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হবে।

প্রতিবছরের মতো এবারও অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মারুফ জানান, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলিপত্র সংগ্রহ করতে হবে। ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে তা জমা দিতে হবে।

Link copied!