• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অস্কারে চমক দেখাল ভুটানের সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৩:২৯ পিএম
অস্কারে চমক দেখাল ভুটানের সিনেমা

টানা ২০ বছর অস্কারে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে সিনেমা জমা দেয়নি ভুটান। অস্কার কতৃপক্ষ দেশটির কাছ থেকে সিনেমা আহ্বান করেও সাড়া পায়নি। তবে ২০২০ সালে ভুটান অস্কারে ‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ সিনেমাটি জমা দিয়েছিল।

কিন্তু কিছু শর্ত পূরণ না করায় সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়। ভুটানের সেই সিনেমাই এবার গড়ল আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ভুটান। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা পয়ো চোয়িং দরজি। এর আগে ১৯৯৯ সালে অস্কারে ভুটান থেকে ‘দ্য কাপ’ সিনেমাটি পাঠানো হলেও, মনোনয়ন পায়নি।

দাদির সঙ্গে ভুটানের রাজধানী থিম্পুতে থাকে তরুণ ইয়েইয়েন। তার ইচ্ছা গান করার। এ জন্য শিগগির অস্ট্রেলিয়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু ভাগ্যক্রমে তাকে শিক্ষকতার পেশায় ঢুকে পড়তে হয়। তার পোস্টিং হয় ভুটানের প্রত্যন্ত অঞ্চল লুনানায়। হিমালয়ের পাশে পাহাড়, পর্বত পেরিয়ে সেই বিদ্যালয়। নাগরিক সুযোগ-সুবিধার বাইরে কঠিন এক সংগ্রামের মুখোমুখি হয় ইয়েইয়েন। যেখান থেকে পিছিয়ে আসার কোনো পথ থাকে না। এমন গল্প পর্দায় তুলে ধরেছেন নির্মাতা পায়ো চোয়িং দর্জি। এর আগে সহকারী পরিচালক ও প্রযোজক, হিসেবে কাজ করলেও, এটি তার প্রথম পরিচালনা।

এই বছর অস্কারের জমা পড়ে ৯৩টি সিনেমা। তার মধ্যে ৯ ডিসেম্বর জর্ডান তাদের সিনেমাটি উঠিয়ে নেয়। ৯২টি সিনেমার মধ্যে বিচারকদের ভোটের মাধ্যমে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ১৫টি দেশের সিনেমা। এর মধ্যে ৫টি সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগিতার মনোনয়ন পাবে। 

 

Link copied!