• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অবশেষে তৃণমূলে যোগ দিলেন শ্রাবন্তী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ১১:৫১ এএম
অবশেষে তৃণমূলে যোগ দিলেন শ্রাবন্তী!

জল্পনা-কল্পনা শেষে অবশেষে তৃণমূলে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৯ নভেম্বর সোমবার বাসন্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের একটি কর্মীসভায় দলের পতাকা হাতে তুলে নিলেন এই নায়িকা। 

১১ নভেম্বর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি  অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরই বিজেপি ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, তৃণমূলের কর্মীসভার মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী। মঞ্চ থেকেই তিনি দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান।দলীয় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক- শওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডল।

সভামঞ্চ থেকে শ্রাবন্তী বলেন, “আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদি’কে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।”

এই বছর বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা রাখেন শ্রাবন্তী। প্রায় আট মাস বিজেপির হয়ে কাজ করেছেন। দল ছাড়ার কারণ হিসেবে শ্রাবন্তী যুক্তি দিয়ে বলেন, "বাংলার জন‍্য কাজ করার ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ‍্যে।" 

এর আগেও অভিনেতা তনুশ্রী চক্রবর্তী রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। এরপরই বিজেপি ছাড়ান ঘোষণা দিলেন অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়।

Link copied!