• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

অবশেষে জামালপুরে ‘গলুই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২২, ০২:২৮ পিএম
অবশেষে জামালপুরে ‘গলুই’

অবশেষে রঙিন পাল উঠলো ‘গলুই’ সিনেমার। জামালপুরের তিনটি একাডেমি মিলনায়তনে প্রদর্শণের অনুমতি পেয়েছে শাকিব খান-পূজা চেরী জুটির অভিনীত প্রথম এই ছবিটি। 

মঙ্গলবার (১০ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জামালপুরের তিনটি মিলনায়তনে ছবিটির প্রদর্শনীর জন্য খুলে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ছবিটির প্রদর্শণ শুরু হতে যাচ্ছে।

সিনেমার পরিচালক এস এ হক অলিক জানান, জামালপুর জেলা সদরের মির্জা আজম মিলনায়তন, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শতি হবে।

এর আগে ‍‍`গলুই‍‍` ছবিটি জামালপুর শিল্পকলা একাডেমিসহ আরও একটি মিলনায়তনে প্রদর্শন বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসক। একাডেমিতে ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’- ১৯১৮ সালের এই আইনে ‘গলুই’ প্রদর্শনী বন্ধ করে দেন জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান।

পরিচালক অলিক বলেন, “বিকেলে মন্ত্রণালয় থেকে জামালপুরের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবিটি প্রদর্শনীর বিষয়ে নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে আমরা খুশি। সরকার সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করছে। তার প্রমাণ আমরা আবারও পেলাম।”

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। এটি  নৌকার গুরুত্বপূর্ণ অংশ। তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সিনেমায় শাকিবের চরিত্রের নাম ‘লালু’ আর পূজার চরিত্রের নাম ‘মালা’। জামালপুরের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং করা হয়।

Link copied!