অবশেষে রঙিন পাল উঠলো ‘গলুই’ সিনেমার। জামালপুরের তিনটি একাডেমি মিলনায়তনে প্রদর্শণের অনুমতি পেয়েছে শাকিব খান-পূজা চেরী জুটির অভিনীত প্রথম এই ছবিটি।
মঙ্গলবার (১০ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জামালপুরের তিনটি মিলনায়তনে ছবিটির প্রদর্শনীর জন্য খুলে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ছবিটির প্রদর্শণ শুরু হতে যাচ্ছে।
সিনেমার পরিচালক এস এ হক অলিক জানান, জামালপুর জেলা সদরের মির্জা আজম মিলনায়তন, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শতি হবে।
এর আগে `গলুই` ছবিটি জামালপুর শিল্পকলা একাডেমিসহ আরও একটি মিলনায়তনে প্রদর্শন বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসক। একাডেমিতে ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’- ১৯১৮ সালের এই আইনে ‘গলুই’ প্রদর্শনী বন্ধ করে দেন জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান।
পরিচালক অলিক বলেন, “বিকেলে মন্ত্রণালয় থেকে জামালপুরের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবিটি প্রদর্শনীর বিষয়ে নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে আমরা খুশি। সরকার সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করছে। তার প্রমাণ আমরা আবারও পেলাম।”
পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী।
নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। এটি নৌকার গুরুত্বপূর্ণ অংশ। তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সিনেমায় শাকিবের চরিত্রের নাম ‘লালু’ আর পূজার চরিত্রের নাম ‘মালা’। জামালপুরের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং করা হয়।