• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অনন্যা খাবার ভাগাভাগি করে না: দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৪:০১ পিএম
অনন্যা খাবার ভাগাভাগি করে না: দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘গেহরাইয়াঁ’ সিনেমার সাফল্যে ভাসছেন। ভক্ত থেকে শুরু করে  চলচ্চিত্র সমালোচকদের মন জয় করে নিয়েছেন এই সিনেমায় সাহসী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এতে দীপিকা পাড়ুকোন সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা পান্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সহকর্মীর সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন দীপিকা। জানিয়েছেন নিজের খাবার অনন্যা কারও সঙ্গেই ভাগাভাগি করতে পারেন না।

ওই সাক্ষাৎকারে দীপিকা বলেছেন,‘‘আমরা অনন্যার বাসায় জোর করে নিমন্ত্রণ নিয়েছিলাম। সে বলেছিল তার বাসায় খাবার আছে। আমরা নিমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু অনন্যার ভাবখানা এমন ছিলো, তোমরা আসতে চাইলে আসতে পারো। কিন্তু আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে খাবার নেই।’’

এরপর দীপিকা প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন খাবারের জন্য। তার ভাষায়, ‘‘আমরা অনন্যার বাসায় খাবারের জন্য ৪০ মিনিট অপেক্ষা করি। কিন্তু সে তার খাবার আমাদের সঙ্গে ভাগাভাগি করেনি। পরে আমরা বাইরে থেকে অর্ডার করে খাবার নিয়ে আসি।’’

দীপিকা, অনন্যা, ধৈর্য এবং সিদ্ধান্ত ছাড়াও ‘গেহরাইয়াঁ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং রজত কাপুর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, ভায়াকম ১৮ এবং শাকুন বাত্রার জুসকা ফিল্মস। ওটিটি প্লাটফর্ম অ্যামাজন অরিজিনালে সিনেমাটি ১১ ফেব্রুয়ারি মুক্তি পায়।

Link copied!