• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘‌সাবরিনা’, বানিয়েছেন আশফাক নিপুণ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৫:২৭ পিএম
‘‌সাবরিনা’, বানিয়েছেন আশফাক নিপুণ 

বানিয়েছেন-খ্যাত জনপ্রিয় নাট্যনির্মাতা আশফাক নিপুণের নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’। নারী দিবস উপলক্ষে (৮মার্চ) নারীকেন্দ্রিক গল্পের এই সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে। 

এই ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।   

সমাজের ভিন্ন জগৎের দুই নারী, দুজনের নামই সাবরিনা। তাদের গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে ওয়েব সিরিজ ‘সাবরিনা’য়। ওটিটি প্লাটফর্ম হইচইয়ে এটি দেখা যাবে। 
 
‘সাবরিনা’ নিয়ে নির্মাতা আশফাক নিপুণ জানান, আমার কাছে সব সময়েই সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দর্শকদের মনে প্রভাব বিস্তার করে এমন গল্প বলা খুব গুরত্বপূর্ণ। অনেকগুলো কারণে ‘সাবরিনা’ আমার কাছে বিশেষ। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়, দ্বিতীয়ত কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া। দর্শক কীভাবে গ্রহণ করে তা দেখতে আমি মুখিয়ে আছি।
 

Link copied!